পঞ্চবার্ষিকী পরিকল্পনা
গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা)
১।মীরতলা উত্তর কসবা পৌরসভা সীমানা হতে আকছিনা পীরমুড়ি ঈদগাহ পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণ।
২। কুল্লাবাড়ী জোর ব্রীজের উত্তরের সীমানা হতে আকছিনা মাঝি পুকুরপাড় পর্যন্ত রাস্তা পূণঃ নির্মাণ।
৩। আকছিনা ছিদ্দিক মিয়ার বাড়ি হতে হাজ্বি মোতালেব বাড়ি পর্যন্ত রাস্তা পূনঃ নির্মাণ।
বার্ষিক উন্নয়ন কর্মসূচীঃ (এডিবি)
১। মীরতলা বাজারের সংলগ্ন ব্রীজের পশ্চিমে পানি নিস্কাসনের ড্রেইন নির্মাণ।
২। দক্ষিন শাহপুর রেজি: প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার উন্নয়ন।
৩। মীরপুকুরপাড় মসজিদের পূর্ব পার্শ্বে পুকুরের ভিতর রির্টানিং ওয়ালনির্মাণ।
৪। আকছিনা মাঝি পুকুরপাড় হইতে মিলনের বাড়ি পর্যন্ত রাস্তার পশ্চিমে পার্শ্বে ড্রেন নির্মাণ।
৫। আকছিনা বাজারের সংলগ্ন মসজিদের ওজুখানা পানি নিস্কাসনের ড্রেন নির্মাণ।
৬। কুল্লাবাড়ি মুকবুল বাড়ীর পার্শ্বে রাস্তার উত্তরে রির্টানিং ওয়াল নির্মাণ।
৭। আকছিনা মোল্লা বাড়ির সংলগ্ন কবরস্থানে পানি নিস্কাসনের ড্রেন নির্মান।
৮। বিলঘর মঙ্গলের বাড়ী সংলগ্ন ড্রেন কালভার্ট নির্মান।
লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)
১। কালীয়ারা বড় পুকুরের সংলগ্ন রাস্তার পার্শ্বে রির্টানিং ওয়াল নির্মান।
২। শাহ্পুর- মীরতলা রাস্তায় মনির চৌধুরীর বাড়ীর নিকট রাস্তার উপর বক্স কালভার্ট নির্মান।
৩।মীরতলা লাল মিয়ার বাড়ীর পুকুরের ভিতর রির্টানিং ওয়াল নির্মান।
৪। মীরতলা বাজারের সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মান।
৫। মীরতলা ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুরের ঘাটলা নির্মান।
৬। মীরতলা কেশরপাড়া হতে বিলঘর পর্যন্ত রাস্তা মেরামত
৭।কুল্লাবাড়ী তারু মিয়ার সংলগ্ন পুকুরের রাস্তার পার্শ্বে রির্টানিং ওয়াল নির্মান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস