৭নং কসবা পশ্চিমইউনিয়ন পরিষদ
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্ত ৭নং কসবাইউনিয়ন পরিষদটি কুটি-কসবা, কসবা-নয়নপুর ডি.সি.রোড সংলগ্ন এবং কসবা পৌরসভা দক্ষিন পশ্চিম কোনে অবস্থিত। ঐহিতহ্যবাহি কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ পূনরগঠিত করা হয় ২০০৪ইং সনে সাবেগ কসবা ইউনিয়নের দুটি ওয়ার্ড নিয়ে নব গঠিত ৭নং কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদটি স্থাপিত করা হয়। শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে পরিপূর্ন এই ইউনিয়নটি। ইউনিয়নটির উত্তরে পৌরসভা ও খাড়েরা ইউনিয়ন পরিষদ,পশ্চিমে কুটি ইউনিয়ন পরিষদ, দক্ষিনে কায়েমপুর ইউনিয়ন পরিষদ,পূর্বে হল কসবা পৌরসভা। ঐতিহ্যবাহি ৭নং কসবা পশ্চিম ইউনিয়নটি কসবা উপজেলা সদর সংলগ্ন প্রাণকেন্দ্রে অবস্থিত। এবং যাতায়েতের সুবিধা অত্যান্ত সুবিধাজনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস